গ্রামীনফোন কমমূল্যে ইন্টারনেট সেবা দিবে অনলাইন শিক্ষার্থীদের

করোনা সংক্রমণের কারনে সরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা (Online Class) চালু রাখতে বিশ্ববিদ্যালয় মজ্ঞুরী কমিশন (UGC) এবং মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের ( Grameen Phone)  মধ্যে ১২ নভেম্বর ২০২০, রোজ বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।
এ সমঝোতায়  অনলাইন শিক্ষার জন্য  শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডেটা প্যাক দিবে গ্রামীণফোন। অর্থাৎ অনলাইনে ক্লাস করার জন্য কম টাকায় ইন্টারনেট  কিনতে পারবেন শিক্ষার্থী এবং শিক্ষকরা।
ইউজিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব ফেরদৌস জামান এবং গ্রামীণ ফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহাবুব উক্ত স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির (UGC)  সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম, অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র, অধ্যাপক মুহাম্মদ আলমগীর, ও অধ্যাপক মো. আবু তাহের। অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন।

এই সমঝোতার আগে বাংলাদেশী কোম্পানি টেলিটক (Teletalk)  সামান্য খরচে ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নেয়। যা ফলপ্রসূ না হওয়ার পেছনে বড় কারন ছিলো দেশজুড়ে টেলিটকের খারাপ নেটওয়ার্কিং সিস্টেম। দেশের সব অঞ্চলে টেলিটক নেটওয়ার্ক পাওয়া যায় না বলেই এই অপারেটরের ডেটা ব্যবহার অযৌক্তিক কারন হিসেবে বিবেচিত হচ্ছে। 



কভিড-১৯ জনিত কারণে গত মার্চের ১৭ তারিখ হতে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এমনটাই জানিয়েছে সরকার। দেশের এমন পরিস্থিতিতে গত ২৫ জুন অনলাইনে ক্লাস নেয়ার এক সিদ্ধান্ত নেয় ইউসিজির সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। অনলাইনে ক্লাস চালু হলেও প্রায় অর্ধেক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন না বলে মন্তব্য করছেন শিক্ষকরা। বিভিন্ন বিভাগের (বিশেষকরে দূরবর্তী বিভাগ)  বেশিরভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন না অনলাইন ক্লাসে। 
এ সংক্রান্ত এক জরিপে উঠে এসেছে অনলাইন ক্লাস করার জন্য যে ডিভাইস এবং ইন্টারনেট প্রয়োজন তার সমস্যার জন্যই তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না। এমন পরিস্থিতি সামাল দিতে  ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বিনা সুদে ৮০০০৳ করে ঋন প্রদানে সহায়তা করবে ইউসিজি।
এতে করে শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা গ্রহন সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments

Popular Posts