ছত্রাক কি?



◾ছত্রাক হলো খুব সহজ সরল পরগাছা এবং শ্রেণিগতভাবে উদ্ভিদ। এদের পরগাছা বলার কারণ হলো যে, এদের দেহে অন্য কোন উদ্ভিদের মত শিকর, কান্ড ও পাতা বলতে কিছুই থাকে না। এরা নিজেদের খারবার নিজেরা তৈরি করতে পারে না। ব্যাঙের ছাতা যাকে আমরা মাশরুম বলি এরা হলো ছত্রাক শ্রেণিভুক্ত। বর্ষাকালে স্যাঁতস্যাঁতে জায়গায়, বাসি পাউরুটির গায়ে, জুতোর ওপর সাদা সাদা যে ছাতা পরে এগুলো ছত্রাক।

Comments

Popular Posts