এশিয়ার ৮ দেশে প্রশিক্ষণ দেবে ফেইসবুক

২০২০ সালের মধ্যে এশিয়া প্যাসিফিকের আট দেশে ডিজিটাল ট্রেইনিং দেবে ফেইসবুক।
তাদের অনলাইন এডুকেশন পোর্টাল ‘উই থিংক ডিজিটাল’ এর আওতায় ১০ লাখ মানুষ প্রাইভেসি, সেইফটি, সিকিউরিটি ও ডিজিটাল ডিসকোর্স ও ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে ধারণা পাবে। প্রশিক্ষণ দেওয়া হবে ৬টি ভিন্ন ভাষায়।
সোমবার এক ব্লগপোস্টে ফেইসবুকের কমিউনিটি অ্যাফেয়ার্সের পরিচালক ক্লেয়ার ডিভি অনলাইন প্রোগ্রামটি সাজাতে এশিয়া প্যাসিফিকের সাংবাদিক, শিক্ষাবিদ ও এনজিওর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে ফেইসবুক।
সর্বপ্রথম এই অনলাইন প্রোগ্রামের উদ্বোধন করা হয় সিঙ্গাপুরে। ফেইসবুক জানিয়েছে, ভবিষ্যতে এশিয়া প্যাসিফিক, আর্জেন্টিনা ও ম্যাক্সিকো বাদে অন্যান্য অঞ্চলের বাসিন্দাদেরও ডিজিটাল ট্রেইনিং দেওয়া হবে।
তবে এশিয়া প্যাসিফিকের কোন কোন দেশের নাগরিকরা এই প্রশিক্ষণ পাবেন ব্লগপোস্টটিতে তা জানানো হয়নি।
এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এই জনপদে ২২১ কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে। এর মধ্যে ২০ দশমিক ৩০ কোটি মানুষ গত বছর থেকে ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে।

Comments

Popular Posts