চার্লি চ্যাপলিন ( Charlie Chaplin)
World News ◼ ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার চার্লি চ্যাপলিন (১৮৮৯-১৯৭৭)। পুরো নাম স্যার চার্লস স্পেনসার ‘চার্লি’ চ্যাপলিন। বড় পর্দার অন্যতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতা। তাঁর শৈশব কাটে দারিদ্র্যের মধ্যে। শিশুশিল্পী হিসেবে ইংল্যান্ডের বিভিন্ন রঙ্গশালায় সফর করতেন। পরে মঞ্চাভিনেতা ও কৌতুকাভিনেতা হিসেবে অভিনয় করেন। ১৯১৪ সালে কিস্টোন স্টুডিওর হয়ে বড় পর্দায় অভিনয় শুরু। গড়ে ওঠে তাঁর অনেক ভক্তকুল। প্রথম থেকেই তিনি চলচ্চিত্র পরিচালনা করেন। ট্র্যাম্প বা ভবঘুরে চরিত্রে প্রথম আবির্ভূত হন ১৯২১ সালে, ‘দ্য কিড’ ছবির মধ্য দিয়ে। পরে তিনি ‘আ ওম্যান অব প্যারিস’ (১৯২৩), ‘দ্য গোল্ড রাশ’ (১৯২৫), ‘দ্য সার্কাস’ (১৯২৮) চলচ্চিত্র নির্মাণ করেন এবং এসব চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। এ ছাড়া নির্বাক ‘সিটি লাইট্স’ (১৯৩১) ও ‘মডার্ন টাইমস’ (১৯৩৬) নির্মাণ করে প্রশংসিত হন। ১৯৪০ সালে মুক্তি পায় তাঁর ছবি ‘দ্য গ্রেট ডিক্টেটর’। এ ছবির মাধ্যমে হিটলার ও নািসদের ব্যঙ্গ করেন চ্যাপলিন। চাপা কোট, ঢোলা প্যান্ট, বড় জুতা, মাথায় বাউলার হ্যাট ও হাতে ছড়ি নিয়ে হাজির হন তিনি পর্দায়। চ্যাপলিন তিনবার অস্কার লাভ করেন—দুইবার সম্মানসূচক, একবার মিউজিক ক্যাটাগরিতে।
Comments
Post a Comment
Thanks For Your Comments. We Will Reply Your Comments as soon as Possible