গ্রামীনফোনকে SMP ঘোষনা
গ্রামীণফোনকে দেশের বাজারে significant Market Power (SMP) বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতার অধিকারী ঘোষনা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (BTRC)। ১০ ফেব্রুয়ারি ২০১৯ জারি করা প্রজ্ঞাপনে এ ঘোষনা দেয়া হয়। এ ঘোষনার ফলে
বাজার সম্প্রসারণ এবং নিয়ন্ত্রনের ক্ষেত্রে বিধিনিষেধের আওতায় পড়তে হবে গ্রামীনফোনকে। অর্থাৎ, এখন থেকে বিটিআরসি আলাদাভাবে গ্রামীনফোনের করনীয় ও বর্জনীয় কার্যক্রম ঠিক করে দিতে পারবে।
SMP ঘোষনার অর্থ, সংশ্লিষ্ট কোম্পানির একক আধিপত্যের সামনে বিধিনিষেধের লাগাম টেনে দেয়া। সাধারনত বাজারে কোনো কোম্পানি একক আধিপত্য (Monopoly) সৃষ্টি করে গ্রাহকস্বার্থ ক্ষুন্ন এবং বাজারের অন্য কোম্পানির ব্যবসায় উদ্দেশ্যেমূলকভাবে বাধা সৃষ্টির ক্ষমতা অর্জন করলে সেখানে ' প্রতিযোগিতা আইন' প্রয়োগ করা হয়। ২০১২ সালের প্রতিযোগিতা আইনের অধীনে বাংলাদেশ সরকার বাজারে Monopoly সৃষ্টির ক্ষমতাসম্পন্ন কোম্পানিকে SMP বা বাজারে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী ঘোষনা করতে পারে।
বাজার সম্প্রসারণ এবং নিয়ন্ত্রনের ক্ষেত্রে বিধিনিষেধের আওতায় পড়তে হবে গ্রামীনফোনকে। অর্থাৎ, এখন থেকে বিটিআরসি আলাদাভাবে গ্রামীনফোনের করনীয় ও বর্জনীয় কার্যক্রম ঠিক করে দিতে পারবে।
SMP ঘোষনার অর্থ, সংশ্লিষ্ট কোম্পানির একক আধিপত্যের সামনে বিধিনিষেধের লাগাম টেনে দেয়া। সাধারনত বাজারে কোনো কোম্পানি একক আধিপত্য (Monopoly) সৃষ্টি করে গ্রাহকস্বার্থ ক্ষুন্ন এবং বাজারের অন্য কোম্পানির ব্যবসায় উদ্দেশ্যেমূলকভাবে বাধা সৃষ্টির ক্ষমতা অর্জন করলে সেখানে ' প্রতিযোগিতা আইন' প্রয়োগ করা হয়। ২০১২ সালের প্রতিযোগিতা আইনের অধীনে বাংলাদেশ সরকার বাজারে Monopoly সৃষ্টির ক্ষমতাসম্পন্ন কোম্পানিকে SMP বা বাজারে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী ঘোষনা করতে পারে।
Comments
Post a Comment
Thanks For Your Comments. We Will Reply Your Comments as soon as Possible