মঙ্গলে যাচ্ছে বৃহত্তম মহাকাশযান
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) ও রাশিয়ার স্পেস এজেন্সি 'রসকসমস' যৌথভাবে ২০২০ সালে লালগ্রহ মঙ্গলে পাঠাচ্ছে এক বৃহত্তম মহাকাশযান রোভার। ২০২১ সালে যানটি মঙ্গলে পৌছাবে। ৭ ফেব্রুয়ারি ২০১৯ ESA এর নামকরণ করে ইংরেজ বিজ্ঞানী রোজালিন্ড ফ্রাঙ্কলিনের নামে।
মঙ্গলে বিষুবরেখার কাছে অক্সিয়া প্লানামে রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভারকে নামানো হবে। একসময় ঐ প্রাচীন পরিবেশ ছিল জলসমৃৃৃৃদ্ধ। ধারণা করা হয়, সেখানে একসময়ে আদি প্রানের বিকাশও ঘটেছিল। স্বয়ংক্রিয় এ রোবটগবেষক
মঙ্গলের মাটিতে, আবহাওয়া কিংবা অন্দরমহলে কোথাও জীবনের কোন চিহ্ন রয়েছে কিনা, অনুসন্ধান চালিয়ে সেই তথ্য খুঁজে বের করবে।
মঙ্গলে বিষুবরেখার কাছে অক্সিয়া প্লানামে রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভারকে নামানো হবে। একসময় ঐ প্রাচীন পরিবেশ ছিল জলসমৃৃৃৃদ্ধ। ধারণা করা হয়, সেখানে একসময়ে আদি প্রানের বিকাশও ঘটেছিল। স্বয়ংক্রিয় এ রোবটগবেষক
মঙ্গলের মাটিতে, আবহাওয়া কিংবা অন্দরমহলে কোথাও জীবনের কোন চিহ্ন রয়েছে কিনা, অনুসন্ধান চালিয়ে সেই তথ্য খুঁজে বের করবে।
Comments
Post a Comment
Thanks For Your Comments. We Will Reply Your Comments as soon as Possible