ফেইসবুকের মেসেঞ্জারে নতুন ফিচার ডার্কমোড (Facebook messenger Dark Mood)

চালু হয়েছে ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার ডার্ক মোড। এটি দেখা যাবে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে। উন্নত সেবা প্রদানের জন্য ব্যবহারকারীদের এ সুবিধা প্রদান করা হচ্ছে।

ডার্ক মোড চালু করার নিয়মঃ

ডার্ক মোড চালু করতে হলে সবার আগে ম্যাসেঞ্জার অ্যাপ আপডেট করতে হবে। এরপর মেসেঞ্জারে গিয়ে যে কোনো একটি চ্যাটে ক্লিক করতে হবে। সেখানে মেসেজ লেখার জায়গায় পাঠাতে হবে একটি অর্ধেক চাঁদের ইমোজি। সেটি পাঠানো হলেই মেসেঞ্জারের উপর থেকে ঝাঁকে ঝাঁকে অ্যানিমেটেড চাঁদ নেমে আসবে। তারপরেই অপশন আসবে সেটিংসে গিয়ে এই ডার্ক মোডটি চালু করার জন্য।

Comments

Popular Posts