স্মার্ট ফ্যান- অ্যাপে চলবে ফ্যান

প্রযুক্তির উৎকর্ষতায় এবার ঘরের সিলিং ফ্যানের জায়গা দখল করতে যাচ্ছে ‘স্মার্ট ফ্যান’। এই ফ্যান মোবাইল ফোনে ডাউনলোড করা বিশেষ অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। এটি ঘরের তাপমাত্রা বুঝে প্রয়োজন অনুযায়ী গতিতে ঘুরবে।
নতুন এ ফ্যান ইতিমধ্যে ভারতের বাজারে এনেছে দেশটির স্মার্ট প্রোডাস্কট প্রতিষ্ঠান ‘Ottomate International’। প্রতিষ্ঠানটির ‘Lava’ ব্রান্ডের স্মার্টফোনের মধ্যে রয়েছে একটি কোয়ালকম চিপসেট। যা অ্যাপের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে আবার ঘরের তাপমাত্র বুঝতে পারে।


অন্যান্য ফ্যানের মতো পাঁচটি ধাপে নয়, নিজের খুশি মতো এই ফ্যান অ্যাডজাস্ট করা যাবে। Ottomate Smart App থেকে এই ফ্যান নিয়ন্ত্রণ করা যাবে। আপাতত Android ডিভাইসে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।

Comments

Popular Posts